পাইকগাছায় রাড়ুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন

0
276

শেখ নাদীর শাহ্,কপিলমুনি::
পাইকগাছার রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লিপের টাকা আত্মসাৎ সহ নানাবিধ অভিযোগ ৩ সদস্যের তদন্ত কমিটির তদন্ত সম্পন্ন করেছে।
উপজেলার ৩০নং রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধা রাণীর বিরুদ্ধে ভুয়া ভাউচার তৈরী করে অর্থ আত্মসাৎ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ হয়। জেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরিত অভিযোগে বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, রনজিত কুমার দাশ, জাহান আলী গাজী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ গাজী সহ প্রায় দেড় শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ।
জেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসারকে তদন্তের ভার দিলে উপজেলা শিক্ষা অফিসার ৩জন সহকারী শিক্ষা অফিসারের উপর দায়িত্ব অর্পন করেন। সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, রফিকুল ইসলাম ও ঝংকর ঢালী তদন্ত করে গত ৯ সেপ্টেম্বর তদন্ত কমিটি তদন্ত করে রোববার উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট প্রদান করেছেন বলে সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান।
উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পেয়েছি। অতিসত্ত্বর জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে।