পাইকগাছায় আ’লীগের সংবাদ বর্জনের সিদ্ধান্ত সাংবাদিকদের

0
240

পাইকগাছা প্রতিনিধি:
মহান ২১ শে ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে পাইকগাছা “বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে” নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পনের পূর্বে পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল সাংবাদিকদের অশালীন মন্তব্য ও কটুক্তি করায় শুক্রবার বেলা ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় তীব্র নিন্দা জানানো হয় এবং আ’লীগের দলীয় ফোরামে হেমেশ চন্দ্র মন্ডল এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেয়া পর্যন্ত আ’লীগ, অংগ ও সহযোগী সংগঠনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ (দৈনিক প্রবাহ) এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আঃ আজিজ (দৈনিক সমাজের কথা), যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর (দৈনিক প্রবর্তন ও নওয়াপাড়া), আলাউদ্দীন রাজা (দৈনিক আমার একুশ ও দেশের কণ্ঠ), এম আর মন্টু (দৈনিক পূর্বাঞ্চল), বি সরকার (দৈনিক দক্ষিনের মশাল ও খবর পত্র ), প্রমথ রঞ্জন সানা (দৈনিক সাতনদী), এমদাদুল হক (দৈনিক সংযোগ বাংলাদেশ), আ: রাজ্জাক বুলি (দৈনিক সমাজের কাগজ), অমল কৃষ্ণ মন্ডল (দৈনিক খুলনা টাইমস ও কালের চিত্র), আবুল হাসেম (দৈনিক দক্ষিনাঞ্চল ও ভোরের দর্পণ), এফ এম বদিউর জামান (দৈনিক কালান্তর), পূর্ণ চন্দ্র মন্ডল (দৈনিক জন্মভূমি ও বিডি খবর), কৃষ্ণ রায় (দৈনিক আমার সংবাদ), আসাদুল ইসলাম (দৈনিক গণমুক্তি ও জয়যাত্রা টিভি), ফসিয়ার রহমান (দৈনিক দৃষ্টিপাত), সাইফুল ইসলাম (পাক্ষিক গণমিছিল)।