নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
213

খবর বিজ্ঞপ্তি: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয়ের ছাত্র,শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণপূর্বক প্রভাতফেরীতে অংশ গ্রহণ করেন। বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক ভবন হতে শুরু হয়ে প্রভাতফেরীটি শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল ও রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ এবং বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভাষা আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র কাজী সাইদ ইকবাল চয়ন।