পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

0
231

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা শাখা ও উত্তরণ-অপ্রতিরোধ্য প্রকল্পের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পাইকগাছা শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠণের উপজেলা চেয়ারম্যান এ্যাড. শফিকুল ইসলাম কচি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক জিএমএম আজহারুল ইসলাম, সোস্যাল ইসলামী ব্যাংকের পাইকগাছা শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, সংগঠণের নির্বাহী পরিচালক মোঃ নিজাম উদ্দীন। বক্তব্য রাখেন, এস,এম লোকমান হাকিম, সরদার আমিনউদ্দিন, গাজী বজলুর রহমান, ইলিয়াস হোসেন, জি,এ, রশীদ, এ্যাডঃ আঃ সাত্তার, এ্যাডঃ অজিত কুমার সরকার, এ্যাড. অরুন জ্যোতি, এ্যাডঃ মোজাফফার হাসান, ইব্রাহিম শেখ, এস,এম, মোজাম্মেল হক, সুভাষ চন্দ্র রায়, সোলাদানা ইউনিয়ন সম্পাদক শ্যামল কৃষ্ণ মন্ডল, কবিন্দ্র নাথ সানা, ইদ্রিস মোল্লা, নুর ইসলাম সরদার, অরবিন্দু সানা, সিদ্ধার্থ সানা, সমরেশ মন্ডল, ডাঃ হৃষিকেশ, সুফল বাছাড়, দিলিপ দাশ, মাহফুজা খানম, মোঃ আনোয়ার হোসেন, অজিত কুমার বিশ্বাস, দশরথ মন্ডল, অজিত সরদার, বিল্লাল, বিদ্যুৎ প্রমুখ।