পাইকগাছার হাসপাতাল সড়কটির বেহাল দশা : কর্তৃপক্ষ নিরব

0
548

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার হাসপাতাল সড়কটির বেহাল দশা। কর্তৃপক্ষ নিরব। লীজের পানির ঢেউয়ে রাস্তাটি ভেঙ্গে প্রায় অর্ধেকে পরিণত হয়েছে। লোকজন ও যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, পাইকগাছা উপজেলায় ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। সেখানে প্রতিনিয়ত শ’শ’ রোগী আগমন ঘটে। উক্ত হাসপাতালের সামনে দিয়ে একটি রাস্তা পূর্ব-পশ্চিম বরাবর রয়েছে। যার পূর্ব দিকে ধাবিত রাস্তাটি ইতোমধ্যে সরকারিভাবে টেন্ডার হয়ে হাড়িয়া নদীর উপর ব্রীজ নির্মাণ পূর্বক লতা বাজার পর্যন্ত। যা ইতোমধ্যে ব্রীজের কাজ প্রায় সমাপ্ত। দ্রুত রাস্তার কাজ সংস্কার হবে। ইতোমধ্যে হাসপাতালের সামনের রাস্তাটি কিছুদিন পূর্বে সংস্কারের কাজ হয়েছে। কিন্তু হাসপাতাল হতে পূর্ব দিকে রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন একটি মৎস্য লীজ ঘের রয়েছে। লীজ ঘেরের পার্শ্বের রাস্তা পানির ঢেউয়ে ভাংতে ভাংতে প্রায় রাস্তার মধ্যভাগে চলে এসেছে। উক্ত স্থান হতে লোকজন এবং যানবাহন চলাচল ঝুকির মধ্যে রয়েছে। মাঝে মধ্যে যাত্রীবাহী ভ্যান উল্টে খাদে পড়ে যায়। আবার স্কুলগামী শিক্ষার্থীরাও চলাচলে মারাত্মক ঝুকির মধ্যে পড়ে। এছাড়া লতা ও দেলুটি ইউনিয়নের হাজার হাজার লোকজন অল্প সময়ে পাইকগাছা সদরে আসার জন্য এই রাস্তাটি বেশী ব্যবহার করে থাকে। রাস্তাটি পৌর সদরে অবস্থিত হলেও পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে থাকেন। রাস্তাটি দ্রুত সংস্কার না করলে অল্প দিনে সম্পূর্ণ রাস্তাটি বিকল হয়ে পড়বে। এলাকার সচেতনমহল রাস্তাটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষ সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।