পাইকগাছার বাইনবাড়িয়া হাই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন

0
373

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার গড়ইখালী ইউপির বাইনবাড়িয়া বি.কে.এ.এস.এম ইনস্টিটিউশনের বর্তমান ও সাবেক শতশত শিক্ষার্থীদের উপস্থিতিতে ৩দিন ব্যাপী প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দেবপ্রসাদ সানা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর নেতৃবৃন্দ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রমথ নাথ সানার (বড় বাবু) প্রতিকৃতিতে মাল্যদানের পর ফলক উন্মোচন করেন প্রতিষ্ঠাতা সদস্য সৌরেন্দ্র নাথ সানা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিহার রঞ্জন সানার সভাপতিত্বে প্লাটিনাম জয়ন্তী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ধ্রুব রঞ্জন মিস্ত্রীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ভবতোষ মন্ডল, সাবেক প্রধান শিক্ষক দিলিপ কুমার সানা, অনিল কৃষ্ণ মন্ডল, কোহিনুর কান্তি মন্ডল, সাবেক অধ্যাপক প্রদীপ কুমার সানা, আনন্দ মন্ডল, প্রধান শিক্ষক বিভাস বাছাড়, ভবেশ সানা, সুনীল মন্ডল, প্রকৌশলী রাজিব মন্ডল, বিজন রায়, পরিমল মন্ডল, প্রধান শিক্ষক আমির আলী, শহিদুল ইসলাম সরদার, প্রভাষক প্রবীর মন্ডল, বিনোদ সানা, বিকাশ বাছাড়, তাপসী সরদার, প্রিয়নাথ মন্ডল, জোগেশ মন্ডল, অসীম সানা, নবদ্বীপ সানা, শান্ত মন্ডল, সঞ্জীব মিস্ত্রী, ইউপি সদস্য অচিন্ত সরকার ও দুর্গাপদ মন্ডল, শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, সমিত কুমার, দেবরঞ্জন মন্ডল, সুপর্ণা রাণী, কণিকা ঢালী, তারক চন্দ্র মন্ডল, রবীন্দ্র নাথ মন্ডল সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার থেকে ৩দিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে।