ডুমুরিয়া বিদ্যুৎ স্পৃষ্টে আহত প্রতিবন্ধী শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

0
416

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া বাজরে দ্বীতল ভবনের ছাদ ঢালাই কাজের সময়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে এক প্রতিবন্ধী শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জনগণের সাহায্যের উপর নির্ভর করে আহত ওই শ্রমিক ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।উপজেলার খলসী গ্রামের খলিল শেখের ডুমুরিয়া বাজারস্থ মার্কেটর ছ্দা ঢালায়ের সময় এ দূর্ঘনা
ঘটে।এ ঘটনায় আহত শ্রমিকের বাবা উপজেলার সাজিয়াড়া এলাকার আলতাপ শেখ বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়রী করেছেন।আহতর পরিবার সূত্রে জানা যায় সাজিয়াড়া এলাকার আলতাপ শেখের ছেলে বাক প্রতিবন্ধী মোজাফফার শেখ (৩৫) ঘটনার দিন ১২ ডিসেম্বর খলিল শেখের ডুমুরিয়া বাজারস্থ মার্কেটর ছ্দা ঢালাই কাজে যায়। দুপুরে কাজের এক পর্যায়ে ভবনের উপরে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ছিটকে নীচে ফেলে দেয়।এরপর তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া,এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,সর্বশেষ চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।কেন একজন প্রতিবন্ধী শ্রমিককে পল্লী বিদ্যুতের তারের নীচে কাজে লাগানো হল,এমন প্রশ্নের জবাবে ভবন মালিক খলিল শেখ কোন সঠিক জবাব না দিয়ে বলেন তার চিকিসার জন্য কিছু টাকা দেয়া হয়েছে বাকীটা জনগণের সাহায্যের উপর নির্ভর করা হচ্ছে। এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে তার পরিবার জানান।