নিরাপদ থাকার জন্য সেলফ কোয়ারেন্টাইনে দিলীপ কুমার

0
267

খুলনাটাইমস বিনোদন: বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। ভয়াবহ করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছেন ৯৭ বছর বয়েসি এই অভিনেতা। এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। মঙ্গলবার দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইটে লিখেনÑকরোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমি আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রয়েছি। ইনফেকশন হওয়ার কোনো সুযোগই সায়রা রাখেনি। অন্য এক টুইটে তিনি লিখেনÑআপনাদের প্রতি আবেদন জানাচ্ছি, যথাসম্ভব নিজেরা বাড়িতে থাকুন। নিজে ও অন্যকে নিরাপদ রাখুন। করোনা প্রাদুর্ভাব সকল বাউন্ডারি ও বর্ডার অতিক্রম করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলুন। মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, অনেক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ দিলীপ কুমার। তবে বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন এই অভিনেতা। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। ১৯৪৪ সালে জোয়ার ভাঁটা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিলীপ কুমারের। এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই অভিনেতা। দিলীপ কুমারের প্রকৃত নাম মো. ইউসুফ খান। ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর তার নাম রাখা হয় দিলীপ কুমার। ব্যক্তিগত জীবনে খ্যাতিমান অভিনেত্রী সায়রা বানু তার স্ত্রী। দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলোÑনয়া দৌড়, মধুমতি, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, দাগ, কোহিনূর, পয়গাম, আদমি, শক্তি, লিডার ইত্যাদি। ১৯৯৮ সালে কিলা সিনেমায় তাকে শেষবার রুপালি পর্দায় দেখা যায়।