নিজেকে লকডাউন করুন : পাকিস্তানের প্রধানমন্ত্রী

0
302

খুলনাটাইমস বিদেশ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চলমান পরিস্থিতিতে গোটা পাকিস্তান লকডাউন করা সম্ভব না। জনসাধারণের বাড়ি বাড়ি খাবার সরবরাহ করার মতো পরিস্থিতি দেশের নেই। এ কারণে সাধারণ মানুষের উচিত নিজেকে নিজে লকডাউন করে ফেলা। আপনাদের উচিত নিজে নিজে কোয়ারেন্টিনে যাওয়া। পাকিস্তানে করোনা ভাইরাস বিস্তার রোধে ইমরান খান এসব কথা বলেন। ইমরানের কথায়, আতঙ্ক অথবা গুজব করোনা ভাইরাসের চেয়েও বিপজ্জনক। এদিকে পাকিস্তানে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সিন্ধু প্রদেশ। সেই সিন্ধু প্রদেশ মধ্যরাত থেকে লকডাউন হচ্ছে। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী রোববার এ ঘোষণা দিয়েছেন। খবর ডন। পাকিস্তানে পর্যন্ত ৬৪৫ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন, চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিন্ধু প্রদেশে আক্রান্তের সংখ্যা ২৯২ জন, রাজধানী ইসলামাবাদে ১০ জন, খাইবার পাখতুনখাওয়ায় ৩১, পাঞ্জাবে ১৫২, বেলুচিস্তানে ১০৪, পাকিস্তান শাসিত কাশ্মীরে ৫৬ জন। এদিকে খাইবার পাখতুনখাওয়া কর্তৃপক্ষ হোটেল, রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে। আগামী ১৫ দিন সিন্ধুতে লকডাউন চলবে। পাশাপাশি শহরগুলোয় গণপরিবহন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অন্যদিকে পাঞ্জাব সরকার করোনা মোকাবিলার জন্য সেনা সহায়তা চেয়েছে।