নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে ২৫ কোটি টাকা জরিমানা

0
279

খুলনাটাইমস বিদেশ : হ্যাশ ট্যাগ মি টু আন্দোলন নিয়ে বিশ্বব্যাপী জলঘোলা কম হয়নি। এবার জাপানেও এই আন্দোলনে শামিল হয়ে বিচার পেলেন নারী সাংবাদিক শিয়োরি ইতো। জানা গেছে, হ্যাশ ট্যাগ মি টু আন্দোলনের ধর্ষণ মামলায় শীর্ষ সাংবাদিক নোরিয়ুকি ইয়ামাগুচিকে প্রায় সাড়ে ত্রিশ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন দেশটির আদালত। মামলার আইনজীবীরা জানান, অপরাধমূলক মামলার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকায় বেসামরিক আইনে মামলা করেন ইতো। মামলার রায়ে ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্ত সাংবাদিককে ৩০ লাখ ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন দেশটির একটি আদালত। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকার বেশি। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন শিয়োরি ইতো, তিনি ২০১৫ সালে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, জাপানে প্রতিনিয়ত যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও ধর্ষণের শিকার মাত্র ৪ শতাংশ নারী পুলিশে অভিযোগ করেন। পরে ধর্ষণের অভিযোগে ঐ শীর্ষ সাংবাদিককে বিপুল অর্থ জরিমানা করা হলো।