নতুন বছরের প্রথমদিনে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

0
171

খুলনা টাইমস :

২০২১ সালের প্রথম দিনে বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। পহেলা জানুয়ারি করোনায় বিশ্বে মারা গেছে ৯ হাজার ৪৭০ জন। একদিন আগে এ সংখ্যা ১৩ হাজারের বেশি ছিল। এদিন বিশ্বে করোনা শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি। গত বছরের শেষ দিনে বিশ্বে করোনা রোগী শনাক্ত হয় সাড়ে সাত লাখ। যদিও করোনাভাইরাসের নতুন ধরনটি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে ৩২টি দেশে। যুক্তরাজ্যে ব্যাপক হারে বেড়েছে করোনার এই নতুন ধরনটির সংক্রমণ। পরি¯ি’তি মোকাবিলা করতে করোনাজনিত মহামারির শুরুর সময়ে তৈরি করা জরুরি হাসপাতালগুলো পুনরায় চালু করেছে যুক্তরাজ্য। এ ছাড়া লন্ডনে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাজ্যে গত চার দিনের প্রতিদিন ৫০ হাজারের বেশি করে নতুন কোভিড-নাইন্টিন রোগী শনাক্ত হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায় আবারও বাড়ছে করোনার সংক্রমণ। বিশ্বে এরইমধ্যে করোনায় মারা গেছেন ১৮ লাখ ৩৫ হাজার। শনাক্ত ছাড়িয়েছে আট কোটি ৪৩ লাখ ৭৫ হাজার মানুষ।