প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো নাকচ মার্কিন কংগ্রেসের

0
161

খুলনা টাইমস :

প্রতিরক্ষা বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো নাকচ করেছে মার্কিন কংগ্রেস। প্রতিনিধি পরিষদের পর সিনেটও এই ভোটো নাকচ করলো। এর আগে, গত সোমবার ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করতে ভোট দেয় প্রতিনিধি পরিষদ। এজন্য বছরের প্রথম দিনে বিশেষ বৈঠকে ডাকে মার্কিন সিনেট। পরে ৮১-১৩ ভোটে প্রেসিডেন্টের প্রতি অনা¯’া প্রকাশ করেন আইনপ্রণেতারা। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনে ট্রাম্পের ভেটো নাকচে পার্লামেন্টের দুই কক্ষেই দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিলো। ট্রাম্পের মেয়াদে এমন ঘটনা প্রথম ঘটলো। এই বিলের ৭৪ হাজার কোটি ডলার থেকে মার্কিন সেনাদের বেতন বাড়ানো, সরঞ্জামাদির আধুনিকায়ন, আফগানিস্তান ও জার্মানি থেকে সেনাদের ফিরে আসার আগে আরও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় রসদের যোগান দেয়া হবে।