দ্রব্যমূল্য সহনশীল রাখতে কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
176

কপিলমুন প্রতিনিধি:
লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির খবরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বৃহস্পতিবার পাইকগাছার বানিজ্যিক মোকাম কপিলমুনিতে ভ্রামাম্যমান আদালতের ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলমের নেতৃত্বে আদালত কাঁচা বাজারে ঢুকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ৪৮ টাকা কেজি দরে আলু বিক্রি না করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি নিজে উপস্থিত থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে আলু বিক্রি করান। এরপর উচ্চ দামে আলু বিক্রি করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।