পাইকগাছায় সর্বহারা পরিচয়ে সাংবাদিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, থানায় জিডি

0
209

কপিলমুন প্রতিনিধি:
খুলনার পাইকগাছার সিনিয়র সাংবাদিক, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের পাইকগাছা ব্যুরো প্রধান, দৈনিক যায়যায় দিন ও ডেইলি অবজারভার প্রত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি এস এম আলাউদ্দিন সোহাগকে মোবাইলে সর্বহারা পার্টির প্রধান মেজর জিয়া পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক আলাউদ্দীন।
জানাগেছে, গত ১২ অক্টোবর দুপুর ২.২৩ মিনিটে ০১৭৪৫-৭৮১০৭৬ নম্বর মোবাইল থেকে তার ব্যবহৃত ০১৯১১-১৯১৮৯৯ নম্বর মোবাইলে কল দিয়ে ঐ চাঁদা দাবি করা হয়। এসময় অপর প্রান্ত থেকে নিজেকে সর্বহারা পার্টির প্রধান সাবেক মেজর জিয়া পরিচয় দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সাংবাদিক আলাউদ্দিন দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সর্বনিন্ম ৫০হাজার টাকা দিতে বলে। অন্যথায় তার স্ত্রী-সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি দেওয়া হয়।
ঘটনায় সাংবাদিক আলাউদ্দিন ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং ৬৩১।