দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আনসার ও পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা

0
88

নিজস্ব প্রতিবেদক
শনিবার (৬ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম—সেবা, নিরাপত্তামূলক ডিউটিতে মোতায়েনকৃত আনসার ও পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার—ফোর্সদের দায়িত্ব—কর্তব্য ও করণীয়—বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক—নির্দেশনা প্রদান করে বলেন, জনগণকে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কৌশল, সহনশীলতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কমিশনার আরও বলেন, ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
ব্রিফিং শেষে কেএমপি’র পুলিশ কমিশনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন এবং ডিউটিতে মোতায়েনকৃত আনসার ও পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করে করমর্দন করেন।

কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তামূলক ডিউটিতে মোতায়েনকৃত আনসার ও পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং করেন।

উক্ত বিশেষ নির্বাচনী বিফ্রিংয়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম—সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম—সেবা ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত বি.এম নুরুজ্জামান, বিপিএম ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম—সেবা অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহাম্মদ মহিদুর রহমান, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান, সহকারি পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ—সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার—ফোর্স এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।