দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন

0
137

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসের শুরুতে সকাল সাড়ে ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শুভেচ্ছা নিবেন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সাংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন, সরকারি কেবিএ কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ, সরকারি পাইলট হাইস্কুল,প্রাথমিক শিক্ষক সমিতি, গ্রাম ডাক্তার সমিতি সহ সরকারি-বে সরকারি সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে দেবহাটা সরকারী পাইলট হাইস্কুল মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুজকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এছাড়া মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলি মোর্তজা আনোয়ারুল হক, সাংগঠসিনক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
সন্ধ্যায় দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ।