দেবহাটায় মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক উঠান বৈঠাক

0
526

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩টায় বে-সরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে সখিপুর ইউনিয়নের চকমাহমুদ আলীপুর গ্রামে মানবাধিকার ও আইন শিক্ষা বিষয় এ বৈঠাক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক আলোচনা করেন ব্র্যকের জেলা ম্যানেজার রেজাউল করিম খান, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসচির জেলা ব্যাবস্থাপক বিশ্বনাথ কুন্ডু। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলফাতুন নেছা, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসচির দেবহাটা উপজেলা ব্যবস্থাপক ইউসুফ আলীসহ স্থানীয় নারী, পুরুষ। এসময় বাল্যবিবাহ, নারী শিশু নির্যাতন, যৌতুক, ধর্ষণ, জমিজমা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয়ে আইনী সহায়তার বিষয়ে আলোচনা করেন বক্তরা। এছাড়া মাদকের কালো ছায়া থেকে সমাজকে রক্ষা করতে সকলের সহযোগীতা কামনা করেন।