দাকোপে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু

0
367

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় রোববার (০৭ অক্টোবর) বিকেলে পর্দা উঠেছে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।

 

বেলা তিনটার দিকে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ত্রিমোহনী ষ্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস। ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬টি ফুটবল দল অংশ নেন। ১৯ অক্টোবরে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিজয়ী ও রানার্স আপ দলকে একটি করে গোল্ডকাপ ট্রফি দিয়ে পুরষ্কৃত করা হবে। উদ্বোধনীয় খেলায় তিলডাঙ্গা ইউনিয়ন দলের মুখোমুখি হয় দাকোপ থানা পুলিশ ফুটবল দল।

রৌদ্রোজ্জল আবহাওয়ায় বিকেল সোয়া চারটায় খেলা শুরু হয়। গ্যালারিভরা ফুটবলপ্রেমী দর্শকেরা বাঁশি বাজিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। শুরুতেই দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে। খেলার প্রথমার্ধে কোন দলের খেলোয়াড়েরা গোল দেখাতে পারেনি। দ্বিতীয়ার্ধেও ছিল একই। উভয় দলের মধ্যে পুরো সময়টা ছিল গোলশুন্য। পরে ট্রাইবেকার মাধ্যমে খেলায় ০৫-০৪ গোলে থানা পুলিশ দলকে হারায় তিলডাঙ্গা ইউনিয়ন ফুটবল দল।