সূচি নিয়ে ভারতের আপত্তির বিষয়ে জানে না এসিসি

0
362

স্পোর্টস ডেস্কঃ
১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ইতিমধ্যে সূচিও প্রকাশ করা হয়েছে। ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্রুপপর্বের খেলা। এরপর ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোরের লিগ পর্বের খেলা। আর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

এবারের এই আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ ছয়টি দেশ অংশ নিবে। কিন্তু আটসাঁট সূচির অভিযোগ এনে এশিয়া কাপ নাও খেলতে পারে ভারত। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দর শেবাগ তেমনটাই মন্তব্য করেছেন। পাশাপাশি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের একজন কর্মকর্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের কা-জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। অবশ্য ভারতের এসব অভিযোগ নিয়ে কিছুই জানে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসির কর্মকর্তারা দাবি করেছেন যখন সূচি করা হয়, তখন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। এখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অভিযোগ তুলছে।

এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ভারতের আপত্তি কিংবা অভিযোগের কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। কোনো অনুরোধও করা হয়নি আমাদের। সূচি চূড়ান্ত করার আগে সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। অংশ নিতে যাওয়া সব দলের সঙ্গে কথা বলেই সূচি চূড়ান্ত করা হয়েছে। ভারতের আপত্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিন্তু তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়নি এখনো।’

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমালোচনা করে বিসিসিআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সূচিতে আসলে কা-জ্ঞানহীন কাজ হয়েছে। এখানে আগা-পাঁচতলা না ভেবেই সূচি করা হয়েছে। ভারত আজ এবং আগামীকাল পর পর দুটি ম্যাচ খেলবে এটা কিভাবে আপনি মেনে নিবেন? আগের দিন ম্যাচ খেলে পরের দিনই পাকিস্তানের মতো দলের বিপক্ষে মাঠে নামবে ভারত? আয়োজকদের জন্য এটা অর্থ উপার্জনকারী ম্যাচ হতে পারে। কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সূচি করার ক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত।’