দাকোপে কৃষি ইন্টার ফেইজ সভা অনুষ্ঠিত

0
479

দাকোপ প্রতিনিধি,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলায় “আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে কৃষি ইন্টার ফেইজ সভা হয়েছে।

উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার (১৪ আগষ্ট) সকাল ১০টার দিকে সেবাদানকারী, সেবাগ্রহণকারী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কৃষি বিষয়ক ইন্টার ফেইজ সভা অনুষ্ঠিত হয়। তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন সানা। উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের উপজেলা কোআর্ডিনেটর মো. আকবর হোসেন, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা সেক্টরের জিজিএসএ কর্মকর্তা স্টিফেন হেমব্রমসহ কৃষক, গণমাধ্যমকর্মী, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধি। সভাটি পরিচালনা করেন সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা সেক্টরের প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা স্বপ্না রানী নাগ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এসএসও মিলি মন্ডল ও বিপুল চন্দ্র বিশ্বাস। সভার মূল উদ্দেশ্য হলো “সরকারী সেবা সমূহের প্রাপ্যতা ও মান উন্নয়নের জন্য সাধারন নাগরিক, সেবাদাতা ও সরকারী কর্মকর্তাদের (রাজনৈতিক ও প্রশাসনিক) মধ্যে পারস্পারিক সংলাপ ও জবাবদিহিতা বৃদ্ধি করা”। সরকারী দপ্তরের সাথে স্থানীয় সেবাদাতা ও জনগনের মধ্যে সংযোগ তৈরীতে সহযোগিতা করা।