থাইল্যান্ডে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১৭

0
156

টাইমস বিদেশ :
থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে প্রায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী। বাসে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। গতকাল রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান। জেলা চিফ কর্মকর্তা প্রথুয়েং ইউকাসেম থাইল্যান্ডের পিবিএস টিভিকে জানান, বৃষ্টি হচ্ছিল, সম্ভবত চালক ট্রেনটি দেখতে পাননি। জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চা চোয়েং সাও প্রদেশের একটি মন্দিরে যাচ্ছিলেন। রাজধানী ব্যাংকক থেকে রওনা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডে এই ধরনের মারাত্মক দুর্ঘটনাগুলো প্রায়ই ঘটে। বিশ্বের সবচেয়ে মারাত্মক রাস্তাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। এ ছাড়া দ্রুতগতি, মাতাল ড্রাইভিং এবং দুর্বল আইন প্রয়োগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ট্র্যাফিক মৃত্যুর হার র