করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথম জনসমক্ষে ট্রাম্প

0
160

টাইমস বিদেশ :
করোনায় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এখন বেশ ভালো বোধ করছেন। ট্রাম্প বলেন, কোভিড নাইনটিনের জন্য তিনি আর কোনও ওষুধ গ্রহণ করছেন না। যদিও গেলো বৃহস্পতিবার থেকে ট্রাম্পের শারীরিক অবস্থার কোনও আপডেট দিচ্ছে না হোয়াইট হাউজ। হাসপাতালে তিনদিনের চিকিৎসা শেষে ট্রাম্পের শরীরে এখনো করোনার সংক্রমণ আছে কিনা সেটিও স্পষ্ট নয়। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। করোনায় যেসব পরিবার স্বজন হারিয়েছেন তাদের জন্য সমবেদনা জানিয়েছেন ডেমোক্র্যাট এই প্রার্থী।