তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-১১

0
193

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া মাদ্রাসার পাশে ও উপজেলা সদরের হরিশ্চন্দ্রকাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকগাছা-খুলনা সড়কের হরিশ্চন্দ্রকাটিতে খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মিনি পিক-আপের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে পাইকগাছা উপজেলার গদারডাঙ্গির মৃত আলী আহম্মেদের ছেলে ওলিউর রহমান (৪৪), দরগামহলের মৃত জাবেদ শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৪২), আনারুল (৪০), হাশেম (৪৮), বিপ্লব ঢালী (৪২) ও আঃ রহমান ফকিরের নাম জানা গেছে। অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোকছেদ মোড়লের ছেলে শাওন মোড়ল (৪০) ও মৃত আব্দুল জব্বার মোড়লের ছেলে খোকন মোড়ল (৪৫) হরিহরনগর থেকে তালার উদ্দেশ্য মটর সাইকেল যোগে আসার পথে বালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছুলে বাই সাইকেলের সাথে সংঘর্ষে মটর সাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অতনু কুমার ঘোষ বলেন, আহতদের ভিতর ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা তালা হাসপাতালে ভর্তি আছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।