তালায় কপোতাক্ষ নদে দ্রুত ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন

0
363

তালা প্রতিনিধি:
কপোতাক্ষ নদে দ্রুত ক্রস ড্যাম নির্মাণের দাবিতে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে যুবসমাজের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টা হতে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন তালা ইয়োথ পানি কমিটির সদস্য আফসানা মিমি।
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা এমএম ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম, শালতা কমিটির নেতা সরদার ইমান আলী, জিএম শহীদুল্লাহ, নাগরিক কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, পানি কমিটি নেতা প্রভাষক কামরুজ্জামান, ইয়োথ পানি কমিটির সভাপতি মোঃ রেজওয়ান উল্লাহ, ইয়োথ পানি কমিটির সদস্য মনিরা সুলতানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনের একমাত্র টেকসই উপায় টিআরএম। বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং বর্তমানে কপোতাক্ষ অববাহিকায় টিআরএম বাস্তবায়নাধীন আছে। এই বৃহৎ ও অতি গুরুত্বপুর্ণ প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে আমরা তরুণ সমাজ স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে যাচ্ছি। এই টিআরএম এর সুফল সঠিকভাবে পাওয়ার জন্য শুষ্ক মৌসুমে নদে আড়াআড়ি বাঁধ বা ক্রস ড্যাম স্থাপন করা জরুরী। নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও তা স্থাপন করা হয়নি। ফলে, নদীবক্ষে পলি অবক্ষেপন বেড়ে কপোতাক্ষ নদ আবার মৃত প্রায়। শুধুমাত্র ক্রস ড্যাম না নির্মাণ করার কারণে সরকারের এতবড় একটি প্রকল্প আজ ব্যর্থ হবার পথে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি সত্ত্বর কপোতাক্ষ নদে ক্রস ড্যাম নির্মাণের দাবী করেন তারা।