ডুমুরিয়ায় ৫টি দোকানঘর উচ্ছেদ : স্থানীয়দের ক্ষোভ প্রকাশ

0
575

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে ওড়াবুনিয়া বাজারে সরকারী জায়গায় নির্মিত ৫টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে জাবড়া-ওড়াবুনিয়া সড়কের ওড়াবুনিয়া বাজারস্থ ১৯৫ নং দাগের ০৩ শতাংশ সরকারী খাস জমিতে স্থানীয় হতদরিদ্র গনেশ গাইন, পঞ্চানন হালদার, শংকর বাগচি, বিশ্বজিত মল্লিক ও সুব্রত মন্ডল দোকান ঘর নির্মান করে জীবিকা নির্বাহ করে আসছে। ইতোপূর্বে গনেশ গাইন তার দোকান ঘরটি সংস্কারের কাজ শুরু করলে স্থানীয় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার কাজে বাঁধা দেয় এবং সরকারের দৃষ্টি আকর্ষন করে। এরপর বিষয়টি পর্যায় ক্রমে যাচাই-বাছাই শেষে উচ্ছেদের সিন্ধান্ত গ্রহন করেন। তারই ধারাবাহিকতায় গতকাল দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ প্রসঙ্গে স্থানীয় আ’লীগ নেতা বিপুল কুমার মন্ডল, বিশ্বজিত মল্লিকসহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ উচ্ছেদ অভিযানের জন্য শোভারাণী হালদারই দায়ী। গ্রামের মধ্যে ছোটখাটো বাজার গড়ে ওঠায় আমরা উপকৃত ছিলাম। উচ্ছেদের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হলো ব্যবসায়ীরা আর উপকার বঞ্চিত হলাম আমরা। সরকারের নিস্প্রোজনে এমন অভিযান মেনে নেয়া যায়না। এটি প্রতিহিংসার প্রতিফলন ছাড়া আর কিছইূু নয়। এ বিষয়ে জানতে শোভারাণী হালদারের মুঠোফোনে বার বার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।