ডা. দীপংকর নাগের উপর হামলা : বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ খুলনার নিন্দা

0
25

প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় প্রচারনার সময়ে ডা. দীপংকর নাগের উপর অত্র এলাকার সাংসদ এর ভাই এস. এম. নুরে আলম সিদ্দিকী শাহীন এর অনুসারীগন দ্বারা হামলার শিকার হওয়ায় বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ খুলনা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ।
আসন্ন নাজিরপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সন্ত্রাস—দূর্নীতি মুক্ত, স্মার্ট, বিজ্ঞানমনস্ক, নান্দনিক, উপজেলা প্রশাসনে জনগণের অংশদারিত্বপূর্ণ সুশাসন নিশ্চিতকরণ ও সম্প্রীতি নাজিরপুর গড়তে নাজিরপুরের কৃতী সন্তান—ডাকসু’র সাবেক ভিপি এবং পিরোজপুরের সাবেক সাংসদ (এম.এল.এ) স্বর্গীয় এ্যাডভোকেট নীরোদ বিহারী নাগ এর সুযোগ্য সন্তান, সৎ, পরোপকারী, বিনয়ী, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে লালনকারী, বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদীত কর্মী, খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম—সম্পাদক, নাজিরপুর পুষ্প—নীরোদ নাগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিপিএমপিএ, খুলনা জেলা শাখার আজীবন সদস্য, খুলনার স্বনামধণ্য গ্যাস্ট্রোএন্টাররোলজী চিকিৎসক ডা. দীপংকর নাগের উপর নির্বাচনী প্রচারনার সময়ে অত্র এলাকার সাংসদ এর ভাইয়ের অনুসারীগন অতর্কিতভাবে হামলা করায় বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখা তীব্র নিন্দা ও বর্বোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি ও বিপিএমপিএ এর কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি ও বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ—সভাপতি ডা. আর. কে. নাথ, সহ—সভাপতি ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো. মোস্তফা কামাল, সংগঠনের সাধারণ—সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, বিপিএইচসিডিওএ, খুলনা শাখার সাধারণ সম্পাদক ও বিপিএমপিএ এর সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর—সম্পাদক ডা. এম. বি. জামান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. মো: মো: মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. বিশ^জিৎ সরকার, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. আবু মো. মঈনউদ্দিন—আল—আমিন, কার্যকরী পরিষদের সদস্য ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন—অর—রশীদ, ডা. চন্দন কুমার সাহা, ডা. নুরসেরাত আহমেদ, ডা. আরিফা রহমান, ডা. নাজদান লস্কর, ডা. অনুপ কুমার দে ও ডা. মো. রকিবুল ইসলাম সহ সরকারি—বেসরকারি বিপুল সংখ্যক সম্মানিত চিকিৎসকবৃন্দ। বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা এবিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছে এবং প্রধানমন্ত্রী ঘোষিত অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here