ডুমুরিয়ায় যুবলীগ নেতাকে চাঁদা-দখলবাজ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন

0
493

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক গোবিন্দ ঘোষ ও তার ভাই শংকর ঘোষকে চাঁদাবাজ ও দখলবাজ অভিযোগ করে ডুমুরিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুকনগর বাজারস্থ মিলন কর্মকার নামের এক ব্যবসায়ী। লিখিত বক্তব্যে তিনি বলেন উপজেলা মালতিয়া এলাকার ননী গোপাল ঘোষের ছেলে শংকর ঘোষ ও গোবিন্দ ঘোষের নিকট থেকে ২০০৪ ও ২০০৯ সালে মিলন কর্মকার ১৯ শতক জমি ক্রয় করে। কিন্তু দলিলে উল্লেখিত জমির বর্ণনা ও দাগ খতিয়ান অনুসারে তাকে বুঝে দেয়া হয়না। এরপর ওই জমিতে দখল ও বুঝে নিতে চাইলে খাটানো হয় রাজনৈতিক প্রভাব ও দাবি করা হয় মোটা অংকের চাঁদা। এক পর্যায়ে ৪০ হাজার টাকা চাঁদা প্রদান করা হয়। কিন্তু এরপরও রেহাই পায়না ভুক্তভোগী পরিবার। তাদের উপর চাপিয়ে দেয়া হয় মিথ্যা মামলা। বাঁধা দেয়া হচ্ছে ওই জমিতে নির্মানাধীন বাড়ীর কাজে। আবারও দাবি করা হচ্ছে মোটা অংকের চাঁদা। আশু ক্ষমতাসীন দলের প্রভাবশালী ওই নেতার হাত থেকে রেহাই পেতে যথার্থ মহলের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী পরিবার।