ডুমুরিয়ায় সুশীলনের কৃষিজ উপকরণ বিতরণ

0
211

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতায়, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার অর্থায়নে, উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে কৃষিজ উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষিবিদ মো.হাফিজুর রহমান। প্রকল্প ব্যবস্থাপক কাজি তোবারক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্যদেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা,সংস্থার সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা চিত্তরঞ্জন পাল, প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল, এফএও প্রতিনিধি শরীফ মাহমুদ, শেখ তৈয়বুর রহমান প্রমূখ। সভা শেষে ৫৫ জন কৃষক ও ১১৪ জন মৎস্য চাষীর মাঝে বীজ, সার, কোদাল সহবিভিন্ন কৃষিজ উপকরন বিতরন করা হয়।