শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার কৃষকদের

0
210

খবর বিজ্ঞপ্তি:
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষক। রবি মৌসুমে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সবজি চাষে মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই অংগ) ৫টি জেলায় একশত গবেষণা প্লট তৈরী করেছে। জোরেসোরে কৃষক তার কাঙ্খিত ফসল ফলাচ্ছেন। এই প্রকল্প বাস্তবায়ন করছে।
গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) অক্টোবর মাস থেকে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর এই ৫জেলায় একশত গবেষণা প্লট তৈরী করেছে। প্রতিটি প্লটে ৩৩ শতক থেকে ৫৫ শতক জমি রয়েছে। একশত কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্লটগুলোতে এখন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাউ,শীম, মুলা, টমেটো, গাজর, মানকচু, হলুদের চাষ হচ্ছে। কোন কোন জমিতে আগাম ফলন হয়েছে। কেই বা আবার চাষ করছেন। অক্টোবর মাস থেকে রবি মৌসুম শুরু হয়েছে এবং চলবে আগামী ফ্রেব্রয়ারী মাস পর্যন্ত। বিভিন্ন এলাকার মাটি ও পানির লবনাক্ততা পরীক্ষা করা হয়েছে। সে মোতাবেক ফসল ও সবজি চাষ করা হচ্ছে। গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)’র পরিচালক সচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, কৃষকদের প্রশিক্ষন দেয়া হয়েছে। প্রকল্পের উদ্ভাবনী কৌশল কাজে লাগালে কৃষক লাভবান হবেন এবং অধিক ফসল ফলবে। এতে এই কৃষিতে বিপ্লব ঘটবে। কৃষকের মুখে হাসি ফুটবে।