ডুমুরিয়ায় নারী ইউপি সদস্যদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

0
234

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর অপাজিতা প্রকল্পের আয়োজনে নারী ইউপি সদস্যদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেল্পমেন্ট এন্ড কো-অপারেশন ও হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলানায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন। বক্তব্যদেন জেলা সমন্বয়কারী রিজিওয়ানা আফরোজ ঐশি,উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল,আফরোজা সুলতানা,ইলা বৈরাগী,কবিতা বিশ্বাস,জাহানারা বেগম,ইয়াসমিন আকতার,শিখা বসাক,পারভীন আকতার,আবেদা বেগম,মিনাক্ষী ফৌজদার,অঞ্জনা দাস,আসমা বেগম প্রমূখ।প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের নারী প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন।