টি-২০তেও সর্বোচ্চ রান লিটনের

0
250
Bangladesh cricketer Liton Das walks off the field after being dismissed during the first one day international (ODI) cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on October 21, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

খুলনাটাইমস স্পোর্টস : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-২০ সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া দুই ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। ২ ম্যাচের দু’টিতেই হাফ-সেঞ্চুরিসহ মোট ১১৯ রান করেছেন। প্রথম ম্যাচে ৫৯ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬০ রান করেন তিনি। তাই সিরিজ সেরাও হন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রান করেছিলেন লিটন। ‘অধিনায়ক’ মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৩১১ রান করেছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। সিরিজে ২টি সেঞ্চুরিতে ৩১০ রান করেছিলেন তামিম ইকবাল। তাই তামিমের সাথে যৌথভাবে ওয়ানডে সিরিজেরও সেরা হয়েছিলেন লিটন। টি-২০ সিরিজের ২ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ৮২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ৬০ রান নিয়ে তৃতীয়স্থানে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরের। ১ ম্যাচে ৪১ রান করেছেন তামিম। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। তাই তালিকার চতুর্থস্থানে আছেন তামিম।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজে রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান ৫০ গড়
লিটন দাস (বাংলাদেশ) ২ ২ ১১৯ ২ ১১৯.০০
সৌম্য সরকার (বাংলাদেশ) ২ ২ ৮২ ১ Í–
ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে) ২ ২ ৬০ ১ ৬০.০০
তামিম ইকবাল (বাংলাদেশ) ১ ১ ৪১ ০ ৪১.০০
তিনাসি কামুনহুকামবে (জিম্বাবুয়ে) ২ ২ ৩৮ ০ ১৯.০০