সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের

0
227

খুলনাটাইমস স্পোর্টস : গতকাল শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ২ ম্যাচে ৫ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে ৩২ রানে ৩টি ও দ্বিতীয়টিতে ২৫ রানে ২টি উইকেট নেন ফিজ। ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। দুই ম্যাচে অংশ নিয়ে ২ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি পেসার। ৩ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের স্পিনার আমিনুল ইসলাম। প্রথম ম্যাচ খেললেও, দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন তিনি। ঐ ম্যাচে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন আমিনুল। এরপর ২টি করে উইকেট ঝুলিতে রয়েছে বাংলাদেশের আফিফ হোসন-আল আমিন হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাইফউদ্দিন। ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ২ ২ ৮.০ ৫৭ ৫
আমিনুল ইসলাম (বাংলাদেশ) ১ ১ ৩.০ ৩৪ ৩
আফিফ হোসেন (বাংলাদেশ) ২ ২ ৩.০ ২০ ২
আল-আমিন হোসেন (বাংলাদেশ) ১ ১ ৪.০ ২২ ২
মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ) ২ ২ ৭.০ ৪৯ ২