জেলা মাদকদ্রব্য পৃথক অভিযানে মাদকসহ আটক তিন : সাজা প্রদান

0
541

স্টাফ রিপোর্টার:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘খ’ সার্কেলের পরিদর্শক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছেন মোঃ ইমরান হোসেন (২১), শেখ শামীম (৩০) ও মোঃ সেলিম মোল্লা (৩২)। তাদের কাছ থেকে ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম ও ফুলতলা উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাদেরকে সাজা প্রদান করেন। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর খালিশপুর ও ফুলতলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানারসহ সঙ্গীয় ফোর্স নগরীর খালিশপুর এলাকায় অভিযান চালান। এ সময় হাউজিং পুরাতন কলোনী এলাকার বাসিন্দা মোঃ কালু হোসেনের পুত্র মোঃ ইমরান হোসেনকে ২০পিস ইয়াবাসহ আটক করেন। এছাড়া দৌলতপুর থানাধীন পাবলা ৫নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা শেখ খয়বার এর পুত্র শেখ শামীমকে ৪০পিস ইয়াবাসহ আটক করেন। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম ভ্রম্যমান আদালত পরিচালনা করে আটক মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন ও শেখ শামীমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর অভিযানে খানজাহানআলী থানাধীন মশিয়ালী এলাকার বাসিন্দা মৃত হরমুজ মোল্লার পুত্র মোঃ সেলিম মোল্লাকে ৫শ’ গ্রাম গাজা সহ আটক করেন। পরবর্তীতে ফুলতলা উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামি মোঃ সেলিম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।