আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ড্রেজার মেশিন মালিককে জরিমানা

0
173

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার প্রতাপনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্টে ড্রেজার মেশিন মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আায়ুব আলি গাজীর পুত্র হাফিজুল দীর্ঘদিন যাবৎ সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভস্থ বালি উত্তোলন করে আসছিল। প্রতি ফুট বালি উত্তোলন করার জন্য নির্দিষ্ট অংকের টাকা চুক্তিতে সে এলাকায় ডাঙ্গা, মাছের ঘের, পুকুর, বিলখাল থেকে বালি উত্তোলনের কাজ করে আসছে। তার কাজের পেছনে শক্তিধর কেউ সহযোগিতা করায় তাকে আটকাতে সাহস পাচ্ছিলনা এলাকাবাসী। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গড়–ইমহল খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দোষি আয়ুবকে প্রাকৃত্রিক জলাধার সংরক্ষণ আইন- ২০০০ এর ৮(১) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।