জিম্মিকারীর বউকে পাথর-ইট ছুড়ে মারল জনতা

0
329

খুলনাটাইমস বিদেশ : ভুয়া জন্মদিনের দাওয়াত দিয়ে ২০ শিশুকে জিম্মি করে রাখা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় পুলিশ। এরপর তার স্ত্রীকে ইট এবং পাথর ছুড়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার দেশটির উত্তর প্রদেশের ফাখুরাবাদ জেলায় ওই জিম্মির ঘটনার পর কাউন্টার টেরোরিজম ইউনিট সেখানে যায়। এর আগে নিজের এক বছরের মেয়ের জন্মদিনের কথা বলে ওই ২০ জনকে নিজের জিম্মায় নেন সুভাষ বাথম নামের ওই ব্যক্তি। ওইসব শিশুদের বয়স ছয় মাস থেকে ১৫ বছরের মধ্যে। ওই শিশুরা তার বাড়িতে গেলে বন্দুক দেখিয়ে তাদের জিম্মি করেন হত্যা মামলায় জামিনে থাকা সুভাষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সঙ্গে কথা বলার পর বারান্দা দিয়ে ছয় মাসের এক শিশুকে স্থানীয় এক ব্যক্তির কাছে দিতে সম্মত হন তিনি। তবে এরপরই তিনি গুলি চালাতে থাকেন এবং এতে দুই পুলিশ সদস্য ও একজন স্থানীয় বাসিন্দা আহত হন। এরও ১০ ঘণ্টা পর পুলিশ ওই বাড়িতে ঢুকে গুলি চালালে তিনি মারা যান। এরপর তার জিম্মায় থাকা শিশুগুলোকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় সুভাষের স্ত্রীর শরীরেও গুলি লেগেছিল বলে জানা গেছে। তবে পুলিশ চলে যাওয়ার পর গ্রামবাসী ওই বাড়িতে ঢুকে তাকে ইট এবং পাথরের আঘাতে হত্যা করে। এ ঘটনায় তদন্ত চলছে।