জার্মানিতে দুইয়ের অধিক চলাচলে নিষেধাজ্ঞা

0
257

খুলনাটাইমস বিদেশ : করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক যোগাযোগ কমানোর ওপর কড়াকড়ি আরোপ করছে জার্মানি। সম্প্রতি রাস্তায় দুইয়ের অধিক ব্যক্তির একসঙ্গে আড্ডা বা চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। রোববার বিবিসির সংবাদে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, একই পরিবারের সদস্য তথা একই বাসায় বসবাসকারী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি দুজনের বেশি সঙ্গতে দেখা যায়, তাহলে শাস্তির মুখোমুখি করা হবে তাদের। সম্প্রতি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলার প্রসঙ্গে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, কমপক্ষে দুই সপ্তাহ এই নিয়ম মানার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে তিনি জার্মানিতে প্রত্যেকের মধ্যে অন্তত দেড় মিটার বা পাঁচ ফুট দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন। এখন পর্যন্ত জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১০ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের।