সামনে আরো ভয়াবহ দিন আসছে: ফারুকী

0
270

খুলনাটাইমস বিনোদন: ‘এই করোনাভাইরাস শুধু আমাদের চিকিৎসা সামর্থ্যরে পরীক্ষা নিবে তা না, এটা একই সঙ্গে আমরা কতটা সভ্য তার পরীক্ষাও নিবে। উত্তরায় হাসপাতালে করোনা রোগী চিকিৎসা বন্ধ করার দাবিতে মিছিল আর ‘এক টাকায় আহার’ পেজ রিপোর্ট করে বন্ধ করার ঘটনা জেনে আমার তাই মনে হচ্ছে। প্রিয় মিছিলকারী ভাইয়েরা, দুইদিন পরেই করোনা আপনাদের ধরবে বা আপনার আত্মীয় পরিজনকে, তখন যেন আপনি কোনো হাসপাতালে না যান। আর যারা এক টাকার আহার পেজ রিপোর্ট করে বন্ধ করেছেন, একটু কি বলবেন তারা কোন খারাপ কাজটা করছিল?’Ñফেসবুক স্ট্যাটাসে এসব কথা লিখেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। করোনা প্রকোপে বিশ্ববাসীর করুণ অবস্থা। দেশেও এর বিস্তার বাড়ছেই। সবকিছু চোখের সামনে ঘটছে তবু দেশের মানুষ বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। তাছাড়া এই দুর্যোগে যেসব মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের নিয়েও অনেকে সমালোচনা করছেন। হতাশার পরিবেশ চারপাশে বিরাজ করলেও কোনো কোনো মানুষের মানবিক উদ্যোগে আশার আলো দেখেন ফারুকী। এ প্রসঙ্গে এই নির্মাতা লিখেন, ‘মানুষের এত এই অসভ্যতার বাইরে আছে অজস্র মানবিক উদ্যোগ। তাদের আমরা সালাম দেই। ডিএমসি, ডিইউ, বুয়েট, এনএসইউÑ এইরকম অনেকেই এগিয়ে এসেছে। বাকি যারা আছেন তারাও মানসিক প্রস্তুতি নিন। সরকার একটা কর্মপরিকল্পনা নিয়া ভলান্টিয়ার কাজে লাগান, প্লিজ। সারা দুনিয়ার ভলান্টিয়ার লাগছে এই লড়াইয়ে। আসুন বাঁচি বা মরি, আমরা যে সভ্য এই পরিচয় রেখে যাই। আসুন মানুষের চিকিৎসায় সহায়তা করি। প্রথম দিন থেকে আমরা চিৎকার করে বলছি, কঠিন দিন আসছে। এখনো বলছি, আরো ভয়াবহ কঠিন অবস্থা আসতেছে। সবকিছু লক ডাউন করেন, খাদ্য এবং চিকিৎসা সহায়তার (সাবান এবং হ্যান্ড ওয়াশসহ) জন্য যা লাগে তা বাদে। আর চিকিৎসা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনি চলেন।’ রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে ফারুকী লিখেন, ‘প্রিয় সরকার, আপনাদের নেতৃত্বের দিকে আমরা তাকিয়ে আছি। প্লিজ, অ্যাক্ট। আর প্রিয় জনগণ, মানবিক হই চলেন। আর ঘরে বন্দি থাকি চলেন পনেরোটা দিন। ঘরে বসে কমেডি সিরিজ, স্যাটারডে নাইট শোজ, এইসব দেখতে পারেন। এই উদ্বেগের কালে ভালো ফল দিবে। মনটা হালকা রাখা খুব দরকার!’