মার্কিন সিনেটর জন ম্যাককেইন আর নেই

0
327

টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন মারা গেছেন। বেশ কিছু্দিন ধরে ব্রেইন ক্যানসারে ভুগছিলেন তিনি। শনিবার বিকালে তার মৃত্যু হয়েছে বলে ম্যাককেইনের অফিস থেকে জানানো হয়েছে।

রিপাবলিকান সিনেটর হয়েও ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন ম্যাককেইন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর সময় তার স্ত্রী ও পরিবার তার পাশে ছিল।

অ্যারিজোনা রাজ্য থেকে পরপর তিনবার সিনেটর নির্বাচিত হওয়া ম্যাককেইন ব্রেইন ক্যানসার গ্লিয়োব্লাসটোমার সঙ্গে যুদ্ধ করছিলেন। ২০১৭ সালের জুলাইয়ে তার এই ক্যানসার ধরা পড়ে। চলতি বছরের এপ্রিলে তার অপারেশন হয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হার মানলেন তিনি।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ম্যাককেইনের দপ্তর। ম্যাককেইনের মৃত্যুর পর তার স্ত্রী কিন্ডি ম্যাককেইন টুইটবার্তায় বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি খুবই ভাগ্যবতী যে তার সঙ্গে ৩৮ বছর কাটিয়েছি।’

ম্যাককেইনের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সিনেট সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।