জম্মু-কাশ্মীরে ৭৬৫ জনকে গ্রেফতার

0
280

খুলনাটাইমস আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরে গত ৫ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৭৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার ভারতের পার্লামেন্টের লোকসভায় দেয়া বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে। গ্রেফতারকৃতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছিল বলে জানানো হয়। জম্মু ও কাশ্মীরে পাথর নিক্ষেপের ঘটনায় কড়া নজরদারির পাশাপাশি এটি প্রতিরোধে বিভিন্ন মেয়াদে সাজার ব্যবস্থা করার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রী জি কিশান রেড্ডি। যার কারণে বর্তমানে এমন ঘটনা কমে এসেছে বলেও দাবি করেন তিনি। এদিকে, বিশেষ মর্যাদা বাতিলের পর জম্মু ও কাশ্মীর অবরুদ্ধ করে রাখার সরকারি সিদ্ধান্তের কারণে ১০০ কোটি ডলার আর্থিক ক্ষতির দাবি করেছে কাশ্মীর চেম্বার অব কমার্স-কেসিসিআই। এছাড়া, ক্ষতিপূরণের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করারও পরিকল্পনা করছে ব্যবসায়ীদের প্রধান এই সংগঠন।