খুলনা বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0
126

নিজস্ব প্রতিবেদক:
খুলনা বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহনের মাধ্যমে সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির মোট ভোটার সংখ্যা ১৬৯ জন। মোট ভোট কাস্ট হয়েছে ১৬৬ জনের। এরমধ্যে ১ জনের ভোট সঠিকভাবে না পড়ায় নষ্ঠ বলে গন্য হয়।

নির্বাচনে ১৩টি পরিচালক পদের প্রার্থী ছিলেন ২৩ জন। এর মধ্যে ১০ জন পুনরায় নির্বাচিত এবং ৩ জন নতুন নির্বাচিত হয়েছেন।

তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন যারা, প্রার্থীদের প্রাপ্ত ভোট অনুসারে জম জম ইলেট্রিকের মালিক মো: শাহিন আলী ১৫৩ , ডেল্টা এজেন্সির মালিক আলহাজ¦ সরদার তওফিক আলী সাদী ১৪৫, নিউ লাইট হাউজের মালিক মো: আবু বকর তরফদার লিটু ১৪৩, লাভলী এন্টারপ্রাইজের মালিক মো: জাহিদ হোসেন ১৪১, ঢাকা ইলেকট্রিক কর্ণারের মালিক মো: সিরাজ উদ্দিন ১৩৮, এ্যানী ইলকট্রিকের মালিক এস এম এমদাদুল হক ১৩২, রিমঝিম ইলেকট্রিকের মালিক ফারুক আহমেদ ১৩২, রোকেয়া ইলেকট্রিক ফিটিংসের মালিক কাজী নওয়াব হোসেন সাগর ১৩১, রফিক ইলেকট্রিকের মালিক আলহাজ¦ রফিকুল ইসলাম মোড়ল ১২৬, সাদ ইলেকট্রিকের মালিক মো: নাজমুল হোসেন ১১৪, ন্যাশনাল ইলেকট্রিক সেন্টারের মালিক মো: মাহফুজুর রহমান ১০৮, হাফিজ ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিকের মালিক মো: হাফিজুর রহমান ১০৩, সোয়াস ইলেকট্রিকের মালিক এস এম মুরাদ হোসেন মিঠু ৮৯ ভোট পেয়ে এই ১৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।