খুলনা ট্রাক শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষণা

0
1105

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৬২২) এর নির্বাচনের বেসরকারী ফলাফল করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার প্রধান নির্বাচন কমিশনার সহ সকল সদস্য স্বাক্ষরিত ফলাফল সিটে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ভোটারের মধ্যে ৬ হাজার ৩৯৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। তাদের মধ্যে ১০৩ ভোট বাতিল হয়েছে। ১২ পদে ৯১ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এদের মধ্যে ২৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন বলে বেসরকারী ফলাফলে জানানো হয়েছে। ফলাফলে ২ হাজার ৬৯৪ ভোট পেয়ে মো. সরোয়ার কাজী সভাপতি, ১ হাজার ৩০০ ভোট পেয়ে মো. হালিম হাওলাদার কার্যকরী সভাপতি, ২ হাজার ৮২৯ ভোট পেয়ে আবুল হোসেন কার্ফু ১নং সহ-সভাপতি, ১ হাজার ৯৫৩ ভোটে মো. আলমগীর ২নং সহ-সভাপতি, ১ হাজার ৬১৭ ভোট পেয়ে শ্রী পংকজ বাবু ৩নং সহ-সভাপতি, ১ হাজার ৪৬৯ ভোটে মো. জাহাঙ্গীর হাওলাদার ৪নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৩ হাজার ৬২০ ভোটে আব্দুর রহিম বক্স দুদু নির্বাচিত হয়েছেন। এদিকে ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আজাদ শেখ। ২ হাজার ৩০৯ ভোট পেয়ে মো. রুহুল আমিন ১ম সহ-সাধারণ সম্পাদক, ১ হাজার ৮২৩ ভোট পেয়ে মো. দেলোয়ার হোসেন সরদার ২য় সহ-সাধারণ সম্পাদক, ১ হাজার ৭৬২ ভোট পেয়ে মো. ইমান আলী ৩য় সহ-সাধারণ সম্পাদক, ১ হাজার ৫২৪ ভোট পেয়ে মো. আব্দুল বারেক ৪র্থ সহ-সাধারণ সম্পাদক এবং ১ হাজার ৯৯৮ ভোট পেয়ে মো. টিটু খান ১ম সাংগঠনিক সম্পাদক ও ১ হাজার ৯০৯ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপরদিকে ২ হাজার ৭৫০ ভোট পেয়ে মো. মনিরুল আলম কোষাধ্যক্ষ এবং ৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে মো. শাহীন মজুমদার দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া লাইন সম্পাদক পদে ১ হাজার ৬৪৮ ভোট পেয়ে মো. মহিউদ্দিন ১ম, ১ হাজার ৫৯৫ ভোট পেয়ে মো. রফিক সরদার দ্বিতীয়, ১ হাজার ৫৩৫ ভোট পেয়ে মো. মিন্টু হাওলাদার তৃতীয়, ১ হাজার ৫১৫ ভোট পেয়ে মো. নজরুল ইসলাম কাজী চতুর্থ, ১ হাজার ৩৫২ ভোট পেয়ে মফিজুর রহমান পলাশ পঞ্চম এবং ১ হাজার ৩৩৮ ভোট পেয়ে মো. আমির হোসেন ষষ্ঠ হয়েছেন। অন্যদিকে প্রচার সম্পাদক পদে ২ হাজার ৫৪৫ ভোট পেয়ে মো. মোতালেব হোসেন ১ম ও ২ হাজার ২৬৮ ভোট পেয়ে মো. রোকা মিয়া দ্বিতীয় এবং ক্রীড়া সম্পাদক পদে ২ হাজার ৬৩০ ভোট পেয়ে মো. নুর ইসলাম গাজী নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর শুক্রবার সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ছিলেন আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান এবং আলী আকবর টিপু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস ও মো. মনিরুজ্জামান সাগর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি