খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

0
373

নিজস্ব প্রতিনিধি : ঈদের আগেই বকেয়া বেতন ও বোনাস প্রদানের সিদ্ধান্ত হওয়ায় রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি প্রত্যাহার করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউজ কক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি, বিজেএমসি ও পাটকল শ্রমিকদের সমন্বয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এর আগে শুক্রবার খালিশপুরে শ্রমিক জনসভায় বকেয়া পরিশোধের দাবিতে রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা দেয় শ্রমিকরা।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, বৈঠকে বিজেএমসি পূর্বের তিন সপ্তাহ মজুরির সাথে আরও তিন সপ্তাহের বকেয়া মজুরি প্রদানের সিদ্ধান্ত নিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
শ্রমিকরা জানান, পরপর কয়েক সপ্তাহের মজুরি বকেয়া থাকায় শ্রমিকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়। ফলে পাওনা পরিশোধের দাবিতে বাধ্য হয়ে রাজপথে নামে শ্রমিকরা। ঈদের আগেই পাওনা পরিশোধের সিদ্ধান্ত হওয়ায় আন্দোলন ছেড়ে ঘরে ফিরেছেন তারা।