খুবির কর্মকর্তা সাইফুল ইসলামের মায়ের ইন্তেকালে উপাচার্যের শোক

0
404

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কর্মকরত সহকারী রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলামের মাতা নুরজাহান বেগম শনিবার সকাল ৭ টায় চিকিৎসাধিন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নিরালা জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সহকারী রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শেক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম রফিজুল হক ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি