বিএনপি সমর্থিত ৩৮ কাউন্সিলর চূড়ান্ত : ৩টি উন্মুক্ত ঘোষণা

0
501

খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ২৯ এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে মহানগর বিএনপি। এছাড়া সাধারণ ২টি ও সংরক্ষিত ১টি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় উন্মুক্ত রাখা হয়েছে। বুধবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী যারা বিএনপির মনোনয়ন পয়েছেন তারা হলেন – ওয়ার্ড নং ১ মোঃ মহিউদ্দিন, ওয়ার্ড নং ২ সাইফুল ইসলাম, ওয়ার্ড নং ৩ শেখ গাউস হোসেন, ওয়ার্ড নং ৪ উন্মুক্ত, ওয়ার্ড নং ৫ সাজ্জাদ হোসেন তোতন, ওয়ার্ড নং ৬ শামসুদ্দিন প্রিন্স, ওয়ার্ড নং ৭ সুলতান মাহমুদ পিন্টু, ওয়ার্ড নং ৮ ডালিম হাওলাদার, ওয়ার্ড নং ৯ শেখ জাহিদুল ইসলাম, ওয়ার্ড নং ১০ শেখ ফারুক হিল্টন, ওয়ার্ড নং ১১ সরদার ইউনুস আলী, ওয়ার্ড নং ১২ এইচ এম সালেক, ওয়ার্ড নং ১৩ ইমতিয়াজ আলম বাবু, ওয়ার্ড নং ১৪ শেখ আবুল কালাম, ওয়ার্ড নং ১৫ আব্দুর রহমান ডিনো, ওয়ার্ড নং ১৬ শেখ জামিরুল ইসলাম, ওয়ার্ড নং ১৭ শেখ হাফিজুর রহমান, ওয়ার্ড নং ১৮ হাফিজুর রহমান মনি, ওয়ার্ড নং ১৯ আশফাকুর রহমান কাকন, ওয়ার্ড নং ২০ গাউসুল আযম, ওয়ার্ড নং ২১ মোল্লা ফরিদ আহমেদ, ওয়ার্ড নং ২২ মোঃ মাহবুব কায়সার, ওয়ার্ড নং ২৩ মোঃ সাব্বির হোসেন, ওয়ার্ড নং ২৪ শমসের আলী মিন্টু, ওয়ার্ড নং ২৫ আনিসুর রহমান আরজু. ওয়ার্ড নং ২৬ মনিরুল ইসলাম, ওয়ার্ড নং ২৭ হাসান মেহেদী রিজভী, ওয়ার্ড নং ২৮ ওয়াহিদুর রহমান দীপু, ওয়ার্ড নং ২৯ গিয়াসউদ্দিন বনি, ওয়ার্ড নং ৩০ উন্মুক্ত, ওয়ার্ড নং ৩১ এইচ এম আসলাম।
সংরক্ষিত ওয়ার্ডে যারা মনোনয়ন পেয়েছেন- ওয়ার্ড নং ১ লায়লা আরজুমান বানু, ওয়ার্ড নং ২ উন্মুক্ত, ওয়ার্ড নং ৩ পাপিয়া রহমান পারু. ওয়ার্ড নং ৪ আফরোজা জামান, ওয়ার্ড নং ৫ আনজিরা খাতুন, ওয়ার্ড নং ৬ হাসনা হেনা, ওয়ার্ড নং ৭ শামসুন নাহার লিপি, ওয়ার্ড নং ৮ আজিজা খানম এলিজা, ওয়ার্ড নং ৯ মাজেদা খাতুন, ওয়ার্ড নং ১০ রোকেয়া ফারুক। গতকাল রাতে বিএনপি’র সহ দপ্তর সম্পাদক শামুসজ্জামান চঞ্চল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।