খানজাহান আলী থানা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠান

0
739

ফুলবাড়ীগেট প্রতিনিধি: বছরের ১ম দিনে ফুলবাড়ীগেট, তেলীগাতি, শিরোমণি, গিলাতলার বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব ২০২০ পালিত হয়েছে। দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খান মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা খাতুনের পরিচালনায় বক্তৃতা করেন সরদার হাফিজুর রহমান, শেখ আব্দুস সামাদ, শেখ জাহাঙ্গীর হোসেন, রেহানা বেগম, সুমনা বেগম, হেলেনা বেগম, আমেনা বেগম, কর্ণধর ঢালী, মোঃ ভেমর সরদার, শেখ নিজাম উদ্দিন, শেখ আবুল হোসেন, মোঃ মহসিন, মিয়া খালিদ হোসেন, সোহেল সরদার, শেখ ইমদাদুল ইসলাম, মিয়া সোহানুর রহমান প্রমুখ। গিলাতলা আলহাজ্ব গাজী মেছের আহম্মেদ সরঃ প্রাঃ বিদ্যালয় সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ফেরদৌসি আরার পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী শিক্ষক সরদার মহসিন আলী, শেখ নাজমুল হোসেন,জাহানারা পারভিন,দিপংকর কুমার শীল, মোল্যা হায়দার আলী, গাজী জাকির হোসেন, বাচ্চু প্রমুখ। গিলাতলা দঃপাড়া সাখাওয়াত মেমোরিয়াল সরঃ প্রাঃ বিদ্যালয় সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম রাসেল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা রবি’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শাহজামাল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। সকাল ১০টায় তেলীগাতি সরঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শিরিন আক্তারের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেলীগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ও মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত শেখ জাহিদ ইকবাল । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা থানা অফিসার্স ইনচার্জ কাজী রিজাউল করিম। যোগীপোল ইউপি সদস্য কাজী সহিদুল ইসলাম পিটু, মাহফুজা বেগম, গাজী ইনামুল কবির, এ্যাড. ফকির হুমাউন কবির প্রমুখ। খানা বাড়ী গার্লস হাই স্কুল সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এসএম ইসহাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন যোগীপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিসুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমোদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মুন্সি লিয়াকত হোসেন সহকারী শিক্ষক কর্মচারীবৃন্দ।