খাজরার চেউটিয়া নদী থেকে অবৈধ নেট-পাটা ও বাঁধ অপসারণ

0
370

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া নদীতে থাকা অবৈধ নেট-পাকা ও বাঁধ অপসারণ করা হয়েছে। রবিবার ইউনিয়নের চেউটিয়া নদীর ফটিকখালী হতে কালকীর স্লুইস গেট পর্যন্ত অবৈধ নেট-পাকা ও বাঁধ অপসারণ করেন খাজরা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে নদীতে থাকা অবৈধ নেট-পাকা ও বাঁধ অপসারণ করা হয়। ফটিকখালী, গজুয়াকাটিসহ আশপাশের প্রায় দশ হাজার মানুষ পানি বন্দি থাকায় এবং বর্তমানে আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার কারণে এ অবৈধ নেট,পাটা অপসারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রামপদ সানা, শামিম রেজা, ইয়াসিন সরদার, পুলিন বিহারী, নিতাই সানা, সোলাইমান গাজী, গ্রাম পুলিশ ফয়সাল গাজী, জাহিদুল গাজী, সুকুমার সানাসহ এলাকাবাসী। এসময়, খাজরা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম বলেন, জনগনের সুবিধার্থে নদীতে থেকে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। নদী থেকে নেট-পাকা অপসারণ করায় উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।