কৃষিমন্ত্রী আগামী ১২ মার্চ খুবিতে আসছেন

0
281

খবর বিজ্ঞপ্তি:
আগামী ১২ মার্চ বিকেল ৫ টায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের কার্যক্রম উপস্থাপন করবেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির।