খুবির নেপালি ছাত্রকে আরটিআই উপসর্গের জন্য সর্দি কাশির চিকিৎসা দেয়া হয়েছে

0
263

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের নেপালি শিক্ষার্থী মহাদেব তেওয়ারিকে সর্দি কাশিজনিত উপসর্গের জন্য চিকিৎসা প্রদান করা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম এবং কয়েকটি অনলাইন ভার্সনে করোনাভাইরাসের সন্দেহপোষণ করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে উক্ত শিক্ষার্থী নেপাল থেকে গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পর আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা-গরমে তার সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে চিকিৎসার জন্য আজ সকাল ১০ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিদেশি শিক্ষার্থী বিধায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পর্যবেক্ষণ করে তিন ঘন্টার মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেন এবং ব্যবস্থাপত্রে আরটিআই উল্লেখ করে সর্দি ও কাশির ঔষধ সেবনের পরামর্শ প্রদান করেন। একই সাথে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। এর পরপরই উক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসে। করোনাভাইরাসের বিষয়টি যেহেতু এখন অত্যন্ত স্পর্শকাতর তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর বিষয়ে গুজব না ছড়ানোর জন্য বা এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সকল মহলের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।