কুলিয়ায় ৮দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পল্লী মঙ্গল সংঘ চাম্পিয়ন

0
172

দেবহাটা প্রতিনিধি:
“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটার কুলিয়ায় পল্লী মঙ্গল সংঘের আয়োজনে আট দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় কুলিয়া পশ্চিমপাড়া ফুটবল মাঠে কুলিয়া পল্লী মঙ্গল সংঘের সভাপতি মশিউর রহমান বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার স্বনামধন্য রেফারী রফিক উল ইসলাম খান, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হুরাইরা, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, কুলিয়া বাজার কমিটির সভাপতি ও টাইলস ব্যবসায়ী এস এম মজনুর রহমান, আ’লীগ নেতা আবু সাইদ ও ইউপি সদস্য আমিরুল ইসলাম। কুলিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক মাহমুদুল হক এটিএম, ডা: মনিরুজ্জামান প্রমূখ। উক্ত খেলায় কুলিয়া পল্লী মঙ্গল সংঘ ও শাখরা ফুটবল একাদশ খেলার নির্ধারিত সময়ে খেলায় উভয় দলের বিপক্ষে ১-১ গোলে সমতা আনে। এরপর খেলা অমিমাংশিত থাকায় টাই ব্রেকারে কুলিয়া ৩-০ গোলে চাম্পিয়ান হয়। মোট খেলার ফলাফলে কুলিয়া পল্লী মঙ্গল সংঘ ৪ এবং অপর দিকে শাঁখরা ফুটবল একাদশ ১টি গোল অর্জন করে। অর্থাৎ কুলিয়া পল্লী মঙ্গল সংঘ ৪-১ গোলে চাম্পিয়ান বা বিজয়ী হয়। উক্ত খেলায় চাম্পিয়ান দলকে ৫,০০০ টাকা ও রানার্স আপ দলকে ৩,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, সেরা গোলদাতা ও সেরা দর্শককে পুরস্কৃত করা হয়। সমগ্র খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম ও ধারা ভাষ্যে ছিলেন সিরাজুল ইসলাম। এছাড়া খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফারুক হোসেন, আজাফুর রহমান এবং সাজেদুল হক।