কক্সবাজারে ৭৯৮ ভরি স্বর্ণসহ তিন যুবক আটক

0
199

টাইমস ডেস্ক:
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের ৫৬টি বার জব্দ করেছে পালংখালী বিজিবির সদস্যরা। এসব স্বর্ণের ওজন ৭৯৮ ভরি। এ সময় স্বর্ণপাচারে জড়িত অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্ষ্যং ইউপির কাঁটাখাল ব্রিজ নামক স্থান থেকে এসব স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয় বলে জানান কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। আটকরা হলেন-কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়ার বাসিন্দা মো. ফয়েজ আহমদের ছেলে মো. মনির আলম (২৬), মো. সৈয়দ নুরের ছেলে মো. নুর আহমেদ (৩৭) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার মো. নুরুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ (২৮)। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে বিপুল পরিমাণ স্বর্ণের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে সিএনজিযোগে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলার ২ নম্বর হোয়াইক্যং ইউপির কাঁটাখাল ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশিকালে সিএনজিটি থামায়। তিনি বলেন, সিএনজিতে তল্লাশি করার সময় সিএনজিতে থাকা তিনযাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। বিজিবি টহলদল তাদেরকে আবারও তল্লাশি করে। পরে ওই ব্যক্তিদের কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭৯৮ ভরি ও আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা। আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
ইয়াবাসহ যুবক গ্রেফতার: কক্সবাজার শহরের নতুন বাহারছড়া ঝাউতলা গাড়িরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি দল। গত বৃহস্পতিবার বিকেলে চালানো অভিযানে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার রিয়াজ উদ্দীন (৩০) কক্সবাজার সদরের পোকখালীর পশ্চিম গোমাতলীর হায়দার আলী মেম্বারের ছেলে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শেখ সাদী জানান, গোপন সংবাদে খবর আসে কক্সবাজার শহরের নতুন বাহারছরা ঝাউতলা গাড়িরমাঠ এলাকায় নুরুল কবিরের বিল্ডিংয়ের নিচে ইয়াবা বেচাকেনা হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে রিয়াজকে ইয়াবাসহ হাতে-নাতে ধরা হয়। রিয়াজ দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনা করে আসছে বলে প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন র‌্যাব কর্মকর্তা শেখ সাদী।